এখন এমন অনেক ওয়েবসাইটই বেরিয়েছে যেগুলি আপনাকে সামান্য কয়েকটি "টাস্ক" কমপ্লিট করার বদলে সত্যিকারের টাকা দেবে বলে দাবি করে । আলাদা করে বলার দরকার নেই যে এগুলোর অধিকাংশই ফেক(fake) জোচ্চোর! তবে কয়েকটি ওয়েবসাইট খুব জনপ্রিয়। যেমন- swagbucks, inboxdollar , dailyrewards (শুধুমাত্র কানাডার নাগরিকদের জন্য)
এদের মতোই একটা ওয়েবসাইট হলো clixsense.com ।অনেক সাম্মানিক ব্লগার তাদের ব্লগে এই ওয়েবসাইটটির প্রস্তাব দিয়েছেন।
হাইস্কুল কিংবা কলেজের ছাত্রদের কাছে অতিরিক্ত টাকা কামানোর একটা বড় উপায় এটা। দেশ-বিদেশের বহু মানুষ (ছাত্র- শিক্ষক থেকে শুরু করে গৃহবধূ পর্যন্ত) এখান থেকে ভালো হাতখরচ আয় করছে।
তবে এই ওয়েবসাইট আপনাকে কোনোভাবেই রাতারাতি সুখী মানুষ বানিয়ে দিতে পারবে না । আপনি আপনার অতিরিক্ত সময় ব্যয় করে দৈনিক হাতখরচ আপনি ভালোভাবেই কামাতে পারবেন।
এবার প্রশ্ন হলো এতে আপনাকে ঠিক কী করতে হবে?
এক নম্বর হলো সার্ভে।
সার্ভে কী?
আপনারা সবাই সমীক্ষার কথা শুনেছেন। স্কুলের ছাত্রদের বইতে যেমন সমীক্ষার কথা লেখা আছে তেমন অনেকে এটাকে প্রফেশনালি ব্যবহার করে অনেক টাকা রোজগার করছে।
কারা কী করে করছে এটা আমি না হয় আপাতত বলছি না। অন্য কোনোদিন লিখব।
কিন্তু এতে যারা সমীক্ষা করাচ্ছে- যারা করছে এবং যারা অংশগ্রহণ করছে, সবশেষে যারা ফলাফল খবরের কাগজে কিংবা অন্য কোথাও পড়ছে সবারই উপকার হয়।
আমরা যারা clixsense ব্যবহার করছি তারা তৃতীয় পর্যায়ে পড়ছি অর্থাৎ সমীক্ষায় অংশগ্রহণ করছি।
আশা করছি আপনাদের এই সম্বন্ধে কিছুটা তথ্য দিতে পেরেছি।
সার্ভে ছাড়াও আছে adএ click করে আপনি পয়সা রোজগার করতে পারবেন।
এছাড়াও আরো অনেক বিভাগ রয়েছে যেগুলির মাধ্যমে আপনি সহজে রোজগার করতে পারবেন।
কামানো টাকা আপনি Paypalএ নিতে পারবেন না। কেননা ওয়েবসাইটে পরিস্কার লেখা আছে "Paypal is no longer accepted here. You will have to use one of the many other options we have available".
অনুগ্রহ করে ওয়েবসাইটের লিংক ধরে ওয়েবসাইটটিতে যাবেন এবং sing up করার আগে terms and conditions আর অনান্য জরুরি তথ্যগুলো ভালো করে পড়ে নেবেন।
আজকের মতো এই পর্যন্ত।
আশা করছি article টা আপনাদের উপকারে আসবে। অনুগ্রহ করে Like, comment এবং share করবেন।
শুভ রাত্রি।।